এস আলম গ্রুপের সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা চেয়ে জনস্বার্থ মামলা (পিআইএল) করেছিলেন আইনজীবী রুকুনুজ্জামান।
আরও পড়ুন- ড. ইউনূসের সঙ্গে মোদির সম্ভাব্য বৈঠক নিয়ে নতুন তথ্য দিলো ভারতীয় সংবাদমাধ্যম
রিট আবেদনে এস আলম গ্রুপের আওতাধীন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক ও অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেওয়া মোট ঋণের পরিমাণ, চলতি অবস্থা ও দায়-দেনার বিষয়ে তথ্য চাইতে আদালতকে অনুরোধ জানানো হয়েছে।
আইনজীবী রুকুনুজ্জামান বলেন, হাইকোর্টে আজ আবেদনের ওপর শুনানি হতে পারে।