ইন্ট্রো ২৪ নিউজ ডটকম
দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে Intro24News এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। Intro24News নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট intro24news.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়। সোশ্যাল ও ওয়েব মিলিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটাল নতুন ধারার গণমাধ্যম হিসেবে নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। intro24news.com যথাযথ পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার খবর পরিবেশন করে।