চুয়াডাঙ্গার জীবননগরে বাস, ইজিবাইক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) বিকালে জীবননগর উথলী আমতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নুর নবী (১৮)। তার বাড়ি উপজেলার সিংনগর গ্রামে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী বাস পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৮), একটি ইজিবাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক নুর নবীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে ইজিবাইকটির চালক মহিদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের উপর আড়াআড়ি ভাবে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এতে রাস্তা বন্ধ হয়ে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্নতার সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।