চলছে পবিত্র রমজান। রমজান শেষ হলেই মুসলিমদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর পালিত হবে। আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে আরব আমিরাত।
আরব আমিরাতে জ্যোর্তিবিদ্যা সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, হিজরি সন অনুযায়ী আগামী ১০ এপ্রিল বুধবার শাওয়াল মাস শুরু হতে পারে। যদি এদিন শাওয়াল মাস শুরু হয় তাহলে রোজা ৩০টি হবে।
গালফ নিউজের প্রতিবেদন বলা হয়েছে, ‘কাকতালীয়ভাবে’ শাওয়াল মাসের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ফলে এটি পরের দিন ৯ এপ্রিল অধিকাংশ মুসলিম বিশ্ব থেকে দেখা যাবে।
ঈদুল ফিতরের দিন মুসল্লিরা নামাজের জন্য মসজিদে যায়। এদিন ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এদিন মুসলিমদের মধ্যে মেলবন্ধন তৈরি হয়।