নিরাপত্তাজনিত হুমকি কারণে গত সপ্তাহে ইউক্রেনের ওডেসা সফর বাতিল করেছিলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস। রবিবার (১৭ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারে যে, রাশিয়া শ্যাপসের ইউক্রেন সফরের পরিকল্পনা জেনে গেছে। এরপর নির্ধারিত সফর বাতিল করা হয়।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রীর ওডেসা সফরের একদিন পর শ্যাপসের সফর নির্ধারিত ছিল। গ্রিক প্রধানমন্ত্রীর সফরের দিনেই শহরটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, হামলায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছিলেন।
পোল্যান্ড থেকে রাতে ট্রেনে করে ইউক্রেন পৌঁছেছিলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী। তার সঙ্গে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাডাকিন ও ব্রিটিশ কর্মকর্তাদের একটি ছোট্ট দল। তাদের এই সফরের উদ্দেশ্য ছিল ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও যুদ্ধকালীন প্রশাসনের সিনিয়র সদস্যদের সঙ্গে বৈঠক করা।
কিন্তু ৭ মার্চ কিয়েভে পৌঁছালেও শেষ মুহূর্তে ওডেসা সফর বাতিল করেন শ্যাপস। নিরাপত্তাজনিত হুমকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রিটিশ দৈনিক পত্রিকা সানডে টাইমস-এর একজন রিপোর্টার প্রতিনিধি দলে ছিলেন। পত্রিকাটি লিখেছে, ক্রেমলিন শ্যাপসের সফরের পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়েছে বলে গোয়েন্দা আপডেটে জানার পর সফরটি বাতিল করা হয়েছে।
নির্ধারিত তারিখের আগের দিন ক্ষেপণাস্ত্র হামলার কারণে প্রতিরক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর হুমকি তৈরি হয়। পত্রিকাটিকে শ্যাপস বলেছেন, পুতিন নিজেকে বেপরোয়া, নির্দয় ও নির্লিপ্ত হিসেবে হাজির করেছেন। বাস্তবতা হলো তিনি দুজন পশ্চিমা নেতাকে হত্যার কাছাকাছি চলে এসেছিলেন। এটি পরিকল্পিত বা দুর্ঘটনা হোক না কেন, তাতে কিছু যায় আসে না।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সম্প্রতি ইউক্রেন সফরে প্রতিরক্ষামন্ত্রী নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত ওডেসা সফর করেননি।