অশ্লীল’ কনটেন্ট দেখানোর অভিযোগে একাধিক ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে ১৮টি ওটিটি প্ল্যাটফর্মসহ ১৯টি ওয়েবসাইট ও ১০টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এসব অ্যাপ ও ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ত ৫৭টি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ফলে দেশটির কোনো ব্যবহারকারী এসব ওটিটি ও ওয়েবসাইটের কনটেন্ট দেখতে পারবেন না।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মাধ্যমগুলোয় প্রদর্শিত বিষয়বস্তুর বেশিরভাগই অশ্লীল এবং সেখানে নারীর প্রতি অসম্মান দেখানো হয়েছে। এছাড়াও ছাত্র-শিক্ষক সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের মধ্যেও সেখানে যৌনতাকে প্রশ্রয় দেয়া হয়েছে।
আরও জানানো হয়েছে মোট ১২টি ফেসবুক, ১৭টি ইনস্টাগ্রাম, ১৬টি এক্স (সাবেক টুইটার) এবং ১২টি ইউটিউব অ্যাকাউন্টকে ব্লক করা হয়েছে।