ছোটপর্দার দর্শকমাতানো অভিনেতা জিয়াউল হক পলাশ। ভক্তদের কাছে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ এর প্রাণভোমরা কাবিলা! তবে অভিনয় পরিচিত এনে দিলেও পলাশের শিকড় আটকে আছে নির্মাণে। তাই সুযোগ পেলেই নির্মাণে নেমে পড়েন এই তারকা। এবার ঈদে ভক্তদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন সকলের প্রিয় কাবিলা। বিরতি কাটিয়ে আবারও নাটক নির্মাণ করেছেন তিনি।
নতুন এ নাটকটিতে পলাশের সঙ্গে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পারসা ইভানাকে। তবে অভিনয়ে নয়, একজন থাকছেন পরিচালনায় এবং অন্যজন অভিনয়ে। আসন্ন রোজার পলাশ নির্মাণ করেছেন নাটক ‘সন্ধ্যা সাতটা’। প্রথমবারের মতো তার পরিচালিত নাটকে অভিনয় করলেন পারসা ইভানা।
‘সন্ধ্যা সাতটা’ নামের নাটকটি পলাশের পরিচালিত ৬ষ্ঠ নাটক। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকটি। গ্রামে সন্ধ্যা সাতটার পর ঘটে নানা ঘটনা। তেমনই এক সত্য ঘটনাকে পর্দায় তুলে ধরবেন নির্মাতা পলাশ। নাটকটির চিত্রনাট্য করেছেন কাজল আরেফিন অমি।
সম্প্রতি টাঙ্গাইলে শেষ হয়েছে নাটকটির দৃশধারণ। এতে পারসা ইভানার বীপরীতে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। নাটকটিতে আরও অভিনয় করেছেন ব্যাচেলর পয়েন্টের অভিনেতা পাভেল, মুসাফির বাচ্চু, এরফান মৃধা শিবলু, মনিরা মিঠু, শামীমা নাজনীন, আবদুল্লাহ রানাসহ অনেকে। আসন্ন ঈদ উপলক্ষ্যে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।