শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ একই পদে নির্বাচন করতে যাচ্ছেন ২০২৪-২৫ মেয়াদে। তার প্যানেলের সভাপতি ইলিয়াস কাঞ্চন আর নির্বাচন করবেন না বলায় কিছুটা সমস্যায় পড়েন নিপুণ। কে হবেন তার প্যানেলের সভাপতি? মনমতো প্রার্থী পাচ্ছিলেন না অভিনেত্রী।
শাকিব খান, অনন্ত জলিলদের সভাপতি পদে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেও, তারা রাজি হননি। গুঞ্জন ওঠে জেষ্ঠ্য অভিনেতা আহমেদ শরিফকে নিয়েও। তবে শেষমেষ সব গুঞ্জনের অবসান হলো। ১৭ মার্চ জানা গেল নিপুণের প্যানেলের সভাপতির নাম।
২০২৪-২৫ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ সাধারণ সম্পাদক এবং তার প্যানেলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন মাহমুদ কলি। ১৭ মার্চ বিকেলে এফডিসিতে এক সভার মাধ্যমে মাহমুদ কলিকে চূড়ান্ত করা হয়। ১৭ মার্চ বিকেলে এফডিসির শিল্পী সমিতিতে আসেন আলমগীর, নিপুণ, মাহমুদ কলি, ওমর সানিসহ অনেকে।
মাহমুদ কলি আশি ও নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। আশির দশকে সামাজিক-রোমান্টিক-ফ্যান্টাসি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ‘লাভ ইন সিঙ্গাপুর, ‘দেশ বিদেশে’, ‘নেপালি মেয়ে’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা রয়েছে তার।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে একাধিকবার শিল্পীদের নেতৃত্ব দিয়েছেন মাহমুদ কলি। নব্বই দশকের মাঝামাঝিতে চলে যান ব্যবসার জগতে।