২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে যেমন চুটিয়ে ব্যবসা করেছিল, সেই সঙ্গে ছবিটির গানগুলোও পেয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। তখনই জানা গেছে, এই ছবির দ্বিতীয় কিস্তি আসবে। কারণ গল্প অপূর্ণ রেখেই শেষ করেছেন নির্মাতা সুকুমার।
দ্বিতীয় পর্ব তথা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার কাজ ঘনিয়ে এসেছে। মুক্তি পাবে আগামী আগস্টে। ইতোপূর্বে ছবির ফার্স্টলুক পোস্টারও প্রকাশ করা হয়েছে। তবে এর মধ্যেই জানা গেলো, দ্বিতীয় কিস্তিতে শেষ হচ্ছে না ‘পুষ্পা’র গল্প। বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, ছবিটির তৃতীয় কিস্তি আসবে। অর্থাৎ এটি একটি ট্রিলজি হতে যাচ্ছে।
এক সূত্রের দাবি, “পুষ্পার মতো একটি চরিত্র সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে পারে। সুকুমার ও আল্লু অর্জুন (পুষ্পার মুখ্য অভিনেতা) পুষ্পারাজ চরিত্রটির প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। এজন্য এটিকে ট্রিলজিতে রূপান্তর করতে চান। সেই মোতাবেক ‘পুষ্পা ২’ ছবির গল্পে চূড়ান্ত ইতি থাকছে না। বরং তৃতীয় পর্বের সূচনা রাখা হচ্ছে।”
আরও পড়ুন- অভিনেত্রী পূজার সঙ্গে জায়েদ খান, দিলেন নতুন চমক
সম্প্রতি নির্মাতা সুকুমার আরেকটি ছবির কাজে হাত দিয়েছেন। যেখানে অভিনয় করবেন রাম চরণ। নাম চূড়ান্ত না হওয়া ওই ছবির কাজ সেরে তবেই পুষ্পারাজের তৃতীয় অধ্যায় অর্থাৎ ‘পুষ্পা: দ্য রোর’ মিশনে নামবেন তিনি। যদিও ছবিটির মূল চিত্রনাট্য লেখার কাজ শুরু হবে ‘পুষ্পা ২’র মুক্তি পরবর্তী দর্শকের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে।
জানা গেছে, আগামী জুন নাগাদ শেষ হবে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং। এরপর পোস্ট প্রোডাকশন সেরে মুক্তি। ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল, জগদীশ প্রতাপ বান্ডারি, প্রকাশ রাজ, সুনীল প্রমুখ। প্রযোজনায় মাইথ্রি মুভি মেকারস।