নাম না বললেও বুঝতে অসুবিধা হবে না দেশি দর্শকের, বৃহস্পতিবার (২৮ মার্চ) কার জন্মদিন। দিনটির প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে আছে তাকে ঘিরে দেওয়া বিভিন্ন পোস্টে। তিনি শাকিব খান। সাধারণ ভক্ত-দর্শক তো বটেই, সিনেমা অঙ্গনের অন্য অনেক তারকাও শামিল হয়েছেন এই শুভেচ্ছা উৎসবে। সেখান থেকে ছেঁকে তুলে আনা হলো কয়েকজন নায়িকার বার্তা। যারা বিভিন্ন সময়ে পর্দায় শাকিব খানের বাহুডোরে স্থান পেয়েছেন, মজেছেন রসায়নে। সহশিল্পীর জন্মদিনে তারা কে কী বললেন, সেটাই রইলো এ আয়োজনে…
শুরুটা করা যাক ‘ঘর’ থেকে! শবনম বুবলীর অভিষেক হয়েছে শাকিবের হাত ধরেই। তারা একটানা প্রায় এক ডজন ছবিতে কাজ করেছেন। এর ফাঁকেই করেছেন বিয়ে, জন্ম দিয়েছেন সন্তান শেহজাদ খান বীরকে। যদিও এই মুহূর্তে দাম্পত্যের সম্পর্কে তারা নেই, তবু সন্তানের সুতোয় জুড়ে আছেন। শাকিবের জন্মদিনে তাই বীরের ফেসবুক পেজ থেকেই শুভেচ্ছা বার্তা ভেসে এলো। যেহেতু বীর এখনও শিশু, ফলে বার্তাটি যে বুবলী দিয়েছেন, তা বোঝার বাকি নেই কারোর। আবার নায়িকা নিজেও পোস্টটি শেয়ার করেছেন।
শাকিব-বীরের আদুরে এক ছবির সঙ্গে তাতে লেখা হয়েছে, ‘হ্যাপি বার্থডে টু ইউ ড্যাডি। আই লাভ ইউ।’
তবে শাকিবের আরেক প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস কিংবা তাদের পুত্র জয়ের তরফে এমন কোনও শুভেচ্ছা বার্তা দেখা যায়নি সোশ্যাল হ্যান্ডেলে। এটা আপসেটের খবর বটে। কারণ, বিচ্ছেদ হলেও তাদের মধ্যকার পারিবারিক সম্পর্কের ছাপ মিলতো নিয়মিত।
এদিকে আসন্ন রোজার ঈদে ঢালিউডে অভিষেক হচ্ছে শাকিব খানের সর্বশেষ নায়িকা কোর্টনি কফির। দুজনে ‘রাজকুমার’ ছবিতে কাজ করেছেন। পরিচালনায় হিমেল আশরাফ। মার্কিন এই নারী শাকিবের সঙ্গে একটি প্রেমময় ছবি পোস্ট করেছেন। যেটা ছবির শুটিং চলাকালে তুলেছিলেন। ছবির সঙ্গে কফি বললেন, “শুভ জন্মদিন আমার ‘রাজকুমার’র সহশিল্পী শাকিব খান। এটা আমাদের শুটিং সেটে সবচেয়ে ঠান্ডা দিনের ছবি।”
একাধিক সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। তাদের অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘আমার স্বপ্ন তুমি’, ‘স্বপ্নের বাসর’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’ ইত্যাদি। নায়িকার ফ্যানপেজ থেকেও নায়ককে শুভেচ্ছা জানানো হয়েছে। শাকিব-শাবনূরের একটি ছবি শেয়ার করে তাতে লেখা হয়েছে, ‘শুভ জন্মদিন শাকিব খান। অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।’
চিত্রনায়িকা পরীমণিও কাজ করেছেন শাকিবের সঙ্গে। এসএ হক অলিক নির্মিত ছবিটির নাম ‘আরো ভালোবাসবো তোমায়’। ওই ছবির একটি গান শেয়ার করে পরী শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সেটা এরকম, ‘হ্যাপি বার্থডে আওয়ার কিং। আওয়ার সুপারস্টার শাকিব খান।’
আরও পড়ুন- পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
শাকিবের নায়িকা হয়ে সাফল্য পেয়েছেন ইয়ামিন হক ববিও। তাদের ছবির মধ্যে রয়েছে ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘রাজত্ব’, ‘নোলক’ ইত্যাদি। তাই সহশিল্পীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুললেন না। অনেক স্থিরচিত্র শেয়ার করে ববি লিখেছেন, ‘জন্মদিনে অনেক শুভেচ্ছা শাকিব। অনেক শুভকামনা রইলো তোমার জন্য। তুমি যে খ্যাতি পেয়েছো, তা তোমার প্রাপ্য। কারণ তুমি অভিনেতা হিসেবে নিজেকে বহুবার ভেঙে গড়েছো। আবারও শুভ জন্মদিন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালের এই দিনে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন শাকিব খান। তার আসল নাম মাসুদ রানা। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান নির্মিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় তার অভিষেক হয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়ক চারবার জাতীয় চলচ্চিত্রসহ বহু পুরস্কার পেয়েছেন।