আসছে তিন নায়কের নতুন সিনেমা ‘মায়া’। সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে শবনম বুবলিকে (তিন নায়কের মায়ায় জড়ালেন বুবলি!)। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা। জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় ‘মায়া’ ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাবে।
৩১ মার্চ রাতে ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটি মুক্তির ঘোষণা করে ‘মায়া’ টিম। অনুষ্ঠানে ছবিটির ট্রেলারও প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সাইমন সাদিক, জিয়াউল রোশান, শবনম ইয়াসমিন বুবলী, পরিচালক জসিম উদ্দিন জাকির ও প্রযোজক আলীনুর আসিক ভূঁইয়াসহ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- পরিচ্ছন্ন কর্মীদের জীবনী নিয়ে নাটক ‘দূষিত এ শহরে’
মায়ার ইংরেজি ট্যাগলাইন ‘দ্য লাভ’। ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই প্রথমবার তিন নায়কের বিপরীতে দেখা যাবে শবনম বুবলিকে। তিন নায়কের মধ্যে আছেন সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন ও রোশান। ঈদ সিনেমার ভিড়ে বুবলির ‘মায়া’ দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে কিনা এখন সেটাই দেখার অপেক্ষায়। (তিন নায়কের মায়ায় জড়ালেন বুবলি!)