দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের কলকতার ভক্ত ঘটিয়েছেন অবাক করা কাণ্ড (অভিনেত্রীর কলকাতার ভক্ত মেয়ের নাম রাখলেন ফারিণ)। তিনি তার মেয়ের নাম বদলে রেখেছেন তাসনিয়া ফারিণ। আচমকাই ঘটনাটি সবার সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় জান ফারিণ। সেখানেই ভক্তের সঙ্গে দেখা ফারিণের। ভক্তের নাম রাকিব, পেশায় ক্যাবচালক। তার তৃতীয় শ্রেণির পড়ুয়া মেয়েটির বয়স সাড়ে আট বছর।
শুরুতে তার নাম রাখা হয় রাফিয়া সুলতানা। রাফিয়া নামেই বড় হচ্ছিল সেই কিশোরী। কিন্তু হঠাৎই ফারিণের ভক্ত হয়ে ওঠেন ক্যাবচালক। সেই কারণেই মেয়ের নাম রাখেন তাসনিয়া ফারিণ। ক্যাবচালকের জানান, অপূর্বের সঙ্গে ফারিণের অভিনয় সব থেকে ভালো লাগে তাঁর।
আরও পড়ুন-মুক্তির আগেই ‘রাজকুমার’-এর টিকিট চাহিদার শীর্ষে!
এসব কথা ফারিণ একটি ভিডিওতে শেয়ার করেছেন তার ফেসবুক পেজে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, কলকাতায় হোটেল থেকে বাইরে বের হবারে সময় ক্যাবচালকের সঙ্গে পরিচয়। তার মেয়ের নাম বদলের ঘটনা শুনে ভাল লেগেছে(অভিনেত্রীর কলকাতার ভক্ত মেয়ের নাম রাখলেন ফারিণ)।
সম্প্রতি ফারিণ অভিনীত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব সিনেমাপি প্রশংসিত হয়েছে। কলকাতার পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ ছবিতে অভিনয় করে ফিল্মপেয়ার পেয়েছেন অভিনেত্রী।