একের পর এক তাক লাগানো অভিনয় করে এপার ওপার দুই বাংলার দর্শকদের মনজয় করে নিয়েছেন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এই প্রথম, একজন অন্ধ গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে তাকে। ভিকি জাহেদের নির্মাণে ‘রুমি’ শিরোনামের নতুন একটি ওয়েব সিরিজে ঝড় তুলতে আসছেন চঞ্চল চৌধুরী(ট্রেলারেই বাজিমাত চঞ্চলের ‘রুমি’র)।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিরিজটির ট্রেইলার। আর প্রকাশিত ট্রেইলারটি যেন দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
ট্রেইলারে দেখা যায়, এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন চঞ্চলের মা। প্রথমে সেটাকে বলা হয়েছিল দুর্ঘটনা। কিন্তু পরে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়—সেটা কি আসলেই দুর্ঘটনা ছিল নাকি হত্যাকাণ্ড? এমনই এক জমজমাট রহস্যের ইঙ্গিত পাওয়া গেছে ট্রেইলারে ।
ওয়েব সিরিজটিতে একজন সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। যিনি এক দুর্ঘটনায় চোখ হারান, এরপর অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকেন। আর তার স্বপ্নের সূত্র ধরেই একটি হত্যা মামলা সমাধানে নামেন রুমি। সেই সূত্র মামলার সমাধান করবে, নাকি আরও জট পাকাবে এমন প্রশ্নের উত্তর মিলবে সিরিজটিতে।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তিপ্রাপ্ত ‘কারাগার’ সিরিজে ভিন্ন লুকে নজর কেড়েছিলেন চঞ্চল চৌধুরী। এবার আরও একবার ‘রুমি’ সিরিজে ভিন্ন লুকে ধরা দিলেন এই অভিনেতা।
আরও পড়ুন-শাকিবের বরবাদ গানে ভক্তদের উচ্ছ্বাস
ওয়েব সিরিজটিতে চঞ্চল ছাড়াও আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সজলসহ অনেকেই। ঈদ উপলক্ষে ১০ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি (ট্রেলারেই বাজিমাত চঞ্চলের ‘রুমি’র)।