আমি একাই রাজকুমার। গানে গানে এমন হুঙ্কার দিলেন ঢালিউড কিং (শাকিব ভক্তদের উৎসর্গ করে গান)। মনের দেশে সবাই রাজা হতে পারে, কিন্তু রাজকুমার একজনই, আর তিনি হলেন শাকিব খান। ৫ এপ্রিল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে রাজকুমার সিনেমার নতুন গান আমি একাই রাজকুমার। আর সেই গানেই শাকিব জানান দিলেন তিনি ঢাকাই সিনেমার একমাত্র রাজকুমার।
গানটি উৎসর্গ করা হয়েছে সব শাকিব ভক্তদের। গান শুরু ও শেষ হবার সময় ভিডিওতে উল্লেখ করা হয়েছে সেই ধন্যবাদ ও ভালোবাসার বাক্য।
রাজকুমার সিনেমার ডান্স নাম্বার এটি। যেহেতু সিনেমাটিতে দেশপ্রেমের বিষয় রয়েছে, তার সঙ্গে মিল রেখে গানেও রয়েছে জন্মভূমির কথা। আছে সাম্যের বাণী, একসঙ্গে মিলে থাকার আনন্দ যে কি, সেটিও বোঝাবার চেষ্টা আছে গানের কথায়।
আরও পড়ুন-শাকিবের বরবাদ গানে ভক্তদের উচ্ছ্বাস
এফডিসিতে হয়েছে গানটির দৃশ্যধারণ। বর্ণিল সেটে, নানা রঙের পোশাকে, বিভিন্ন বয়সীদের নিয়ে জমকালোভাবে করা হয়েছে গানটির দৃশ্যায়ন। গানটির সঙ্গে যেন সবাই মিলে ঈদের আনন্দ করা যায়, সেই প্রয়াসই রেখেছেন সিনেমা ও গান সংশ্লিষ্টরা।
ইমন চৌধুরীর সুর ও সংগীতে গানটি গেয়েছেন শামিম হাসান। গানটি লিখেছেন ফেরারি ফরহাদ। গানটি নিয়ে উচ্ছ্বাসে ফেটে পরেছেন শাকিব ভক্তরা। গানটিতে যেহেতু শাকিব ভক্তদের বিশেষ করে ধন্যবাদ দেয়া হয়েছে, তাই তাদের আনন্দ যেন আরও বেশি। দেশ-বিদেশ থেকে ভক্তরা সব এক হচ্ছেন মন্তব্যের ঘরে। নিজেদের ভালোলাগার কথা লিখে যাচ্ছেন তারা (শাকিব ভক্তদের উৎসর্গ করে গান)।