রাজধানীতে অস্বাভাবিক লেবুর দাম। আকারভেদে প্রতি পিসের দাম ১৫ থেকে ২০ টাকা হাঁকছেন ব্যবসায়ীরা। তাদের যুক্তি, চাহিদার তুলনায় কম মিলছে লেবু।
এদিকে, এবারও রোজার শুরু থেকে একাধিক সবজি নিয়ে কাড়াকাড়ি দেখা যাচ্ছে। লেবুর পাশাপাশি প্রথম রোজা থেকেই বেড়েছে বেগুন ও শসার চাহিদা। তবে লম্বা বেগুনের দাম কিছুটা পরেছে। রাজধানীর মেরাদিয়া বাজারে মানভেদে মিলছে ৮০ থেকে ১০০ টাকা দরে। এছাড়া হুট করে আলুর দামও বেড়েছে।
গরুর মাংসের চাহিদা কিছুটা কমলেও চড়া দামেই বিক্রি হচ্ছে। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭২০ টাকায়। মূলত রোজার আগের দিন গরুর মাংস বিকিকিনি ছিল বেশ। আর ব্রয়লারের দাম কমলেও বাজার চড়া দেশি মুরগির।
মাংসের চাহিদা না বাড়লে ২৫ রোজা পর্যন্ত দাম নিয়ে কোনো অস্বস্তি থাকবে না বলে মত ব্যবসায়ীদের।