আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার পর সপ্তদশ আসরে চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে তুলেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারকে নিয়েই আসরের উদ্বোধনী ম্যাচের একাদশ সাজিয়েছে চেন্নাই। সেই ফিজই চেন্নাইকে একই ওভারে জোড়া উইকেট এনে দিয়েছেন। এর আগে ইনিংস শুরু করা ভারতীয় দুই পেসারের বলে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনা পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চেন্নাইয়ের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ (শুক্রবার) টস জিতে আগে ব্যাটিং নেয় বেঙ্গালুরু। অধিনায়ক ফাফ ডু প্লেসি আক্রমণাত্মক ব্যাটিংয়ে তাদের উড়ন্ত শুরু এনে দেন। আরেক প্রান্তে থাকা ভারতীয় তারকা বিরাট কোহলিকে দর্শক বানিয়ে খেলেছেন ডু প্লেসি। প্রথম চার ওভারেই তিনি তুলে নেন ৩৭ রান। পরবর্তীতে ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজকে প্রথমবারের মতো আক্রমণে আনে চেন্নাই। নিজের প্রথম ওভারেই এই কাটার মাস্টারের বাজিমাত!
আগ্রাসী ব্যাট করতে থাকা ডু প্লেসির বিপক্ষে প্রথম বল ডট দেন ফিজ। দ্বিতীয় বলে এক্সট্রা কভার দিয়ে তাকে চার মারেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। তবে এরপরই তিনি ভুল করে বসেন। ফিজের তৃতীয় ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ পয়েন্টে ক্যাচ দেন রাচিন রবীন্দ্রকে। ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিয়েছেন এই নিউজিল্যান্ড অলরাউন্ডার। বলটি কাটার দিয়েছিলেন ফিজ। সেই ফাঁদে পা দিয়ে ডু প্লেসি ২৩ বলে ৩৫ রান করে ফিরলেন।
আরও পড়ুন-
শেষ বলে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ
জাভির লাল কার্ডের ম্যাচে অ্যাটলেটিকোকে হারালো বার্সেলোনা
এরপর বেঙ্গালুরুর তিন নম্বরে ব্যাট করতে নামেন রজত পতিদার। টাইগার পেসারের প্রথম দুই বল তিনি ব্যাটে লাগাতে পারেননি। ওভারের ষষ্ঠ বলটি গুড লেংথে ফেলেন মুস্তাফিজ। আর তাতে ব্যাট চালিয়ে পাতিদার উইকেটের পেছনে থাকা মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েছেন। রানের খাতাও খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার। মাত্র ৪ রান খরচায় দুটি শিকার ধরে নিজের চেন্নাই অধ্যায়টা দুর্দান্তভাবে শুরু করেছেন টাইগার পেসার।
আর এর মাধ্যমে দারুণ ব্রেকথ্রু পেয়েছে চেন্নাইও। উড়তে থাকা বেঙ্গালুরুও হোঁচট খেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ডু প্লেসি-কোহলিদের সংগ্রহ ৭৫ রান। চেন্নাইয়ের তৃতীয় উইকেট নিয়েছেন দীপক চাহার। যিনি প্রথম দুই ওভারে ২৪ রান খরচ করেছেন।