আসর শুরুর প্রথম ম্যাচেই কিউবাকে ১০-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। এবার ক্রোয়েশিয়াকে ৮-১ ব্যবধানে উড়িয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ ব্রাজিলের জয়ে অবদান রেখেছেন পিতো, দিয়েগো, নেগিনো, মার্লোন, মার্সেল, আর্থার ও রাফা। ক্রোয়াটদের হয়ে একমাত্র গোলটি করেন ম্যারিনোভিচ।
হেক্সা মিশনের শুরুটা দুর্দান্তই হলো ব্রাজিলের। কিউবার পর ক্রোয়েশিয়াকে নিয়ে একপ্রকার ছেলেখেলা করেছে সেলেসাওরা।
শুরু থেকেই পাঁচ বারের চ্যাম্পিয়নদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ক্রোয়াটরা। যদিও প্রথম গোলের দেখা পেতে ১৩তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। শুরুতেই দলকে লিড এনে দেন পিতো।
তবে এক মিনিট পরই লড়াইয়ে ফেরার বার্তা দেয় ক্রোয়াটরা। দলকে সমতায় ফেরান দারিও ম্যারিনোভিচ। কিন্তু বিপত্তিটা বাধে ১৭তম মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্রোয়েশিয়ার মার্কো কুরাজাকে। তাতে প্রতিপক্ষ শিবিরে আরও বেশি চাপ তৈরি করে ব্রাজিল। একের পর এক গোলে দিশেহারা করে তোলে প্রতিপক্ষকে। ম্যাচের ৪০তম মিনিটে যখন শেষ বাঁশি বাজে তখন ৮-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
টানা দুই ম্যাচ জিতে ব্রাজিল ইতোমধ্যে যদিও নকআউট পর্ব নিশ্চিত করেছে, তবুও নিয়মরক্ষায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার থাইল্যান্ডের মুখোমুখি হতে হবে তাদের। অবশ্য ম্যাচটি কম গুরুত্বপূর্ণও নয়। দুদলের লড়াইয়ে নিশ্চিত হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।