দুই মাস পর ফেরাটা গত ম্যাচে দারুণভাবে রাঙিয়েছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। টুর্নামেন্টের পরের ম্যাচেই আজ নিষ্প্রভ দেখা গেল মেসিকে। ইন্টার মায়ামিও জিততে পারেনি আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ইন্টার মায়ামির শুরুর একাদশে আজ রাখা হয়নি মেসিকে। বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার খেলতে পেরেছেন ২৯ মিনিট। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। মায়ামি ২-২ গোলে ড্র করেছে আটলান্টার বিপক্ষে।
ম্যাচের ১৪ মিনিটে গোল পেতে পারত ইন্টার মায়ামি। বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস রিসিভ করে আটলান্টার লক্ষ্য বরাবর শট নেন হুলিয়ান গ্রেসেল। তবে আটলান্টার গোলরক্ষক ব্র্যাড গুজান সেটা ভালোমতো প্রতিহত করেছেন।
আরও পড়ুন- স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ
গোল পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ২৯ মিনিটে মায়ামির মিডফিল্ডার ডেভিড রুইজ বক্সের মাঝ থেকে ডান পায়ের শটে লক্ষ্য ভেদ করেন। ব্যবধানটা তিনিই ২-০ করতে পারতেন। তবে ৩৬ মিনিটে তাঁর শট ঠেকিয়ে দেন গুজান। প্রথমার্ধ মায়ামি শেষ করেছে ১-০ গোলে।
সময়ের সঙ্গে সঙ্গে মাঠের ফুটবলের চেয়ে শরীর নির্ভর ফুটবলেই যেন বেশি ব্যস্ত দেখা গেছে মায়ামি ও আটলান্টাকে। খেলা বারবার তাই বাধাগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতে আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দল। ৫৩ ও ৫৪ মিনিটে ইন্টার মায়ামি দুই দফায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে ফ্র্যাঙ্কো নেগরি, রবার্ট টেলর সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। যেখানে টেলর বল উঁড়িয়ে মেরেছেন বক্সের ওপর দিয়ে।