৯৮ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন তাসকিন আহমেদ। অপেক্ষায় ছিলেন দুই উইকেট নিয়ে উইকেটের সেঞ্চুরি পূরণ করার। প্রথম ওভারে কুশল মেন্ডিসকে তুলে নিয়ে মাইলফলকের খুব কাছে পৌঁছে যান তিনি। তার পর অপেক্ষাটা দীর্ঘায়িত হচ্ছিল। নিজের সপ্তম ওভারে এসে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে ওয়ানডে ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁলেন তিনি।
২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেক তাসকিনের। নিজের প্রথম ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। মাঝে কিছুটা খারাপ সময় কাটলেও কঠোর পরিশ্রম করে স্ব-ময়িমায় ফিরে এসেছেন।
লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন। পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে আজ দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিয়ে ওয়ানডেতে ১০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন এই পেসার। ৯০ ইনিংসে তাসকিনের উইকেট এখন ১০০।
তাসকিনের আগে বাংলাদেশের ৭জন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মুর্তজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৪)।