উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে করেছেন ৯০০ গোল। ম্যাচ শেষে রোনালদো বলেন, পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান।
পর্তুগালের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়। যে সাফল্যের অন্যতম কারিগর রোনালদো। যদিও ফাইনালে চোট পাওয়ায় প্রথমার্ধের মাঝেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তবে সতীর্থরা ঠিকই শিরোপা উপহার দিয়েছিলেন তাকে।
আরও পড়ুন- দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
ম্যাচ শেষে রোনালদো বলেন, পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপ জয়ের সমান। পর্তুগালের হয়ে আমি ইতোমধ্যে দুইটা ট্রফি (ইউরো ও নেশন্স লিগ) জিতেছি, যা আমি জিততে চেয়েছিলাম। আমি এর দ্বারা অনুপ্রাণিত নই, এটি ভিন্ন…।
এর আগে, ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অফিসিয়াল ম্যাচে ৯০০ গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমন কীর্তি গড়ার পর রোনালদো বলেন, এটা আমার কাছে অনেক কিছু। দীর্ঘদিন ধরে এই মাইলফলকে আমি পৌঁছাতে চেয়েছিলাম। আমি জানতাম, এই সংখ্যায় আমি পৌঁছাতে পারবো। কারণ আমি খেলতে থাকলে, এটা হওয়া স্বাভাবিক।
কদিন আগে ৩৯ বছর বয়সী রোনালদো বলেছিলেন, এখনই থামতে চান না। পরবর্তী গোলের মাইলফলকে চোখ তার, ১০০০ ক্যারিয়ার গোল!