শুরু হয়েছে রহমত, মাগফেরাত আর নাজাতের মাস মাহে রমজান। রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এ কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করেন। কিন্তু সম্প্রতি এমন একটি দেশের খবর মিলেছে, যেখানে রোজা পালন না করলে গ্রেফতার করছে পুলিশ। ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতারও করেছে দেশটির পুলিশ।
নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সেখানকার ১২টি প্রদেশে শরিয়া আইন চালু রয়েছে। এই ১২ প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এসব প্রদেশের মধ্যে একটি হলো কানো। আর এখানকার ইসলামিক পুলিশ ‘হিসবাহ’ নামে পরিচিত এবং প্রতি বছর রমজান মাসে তারা খাবারের দোকান এবং বাজারে তল্লাশি চালায়।
গত ১২ মার্চ, নাইজেরিয়া পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে যাদের মধ্যে একজন নারী যিনি চিনাবাদাম বিক্রি করছিলেন এবং খাচ্ছিলেন। এছাড়া, গ্রেফতারকৃতদের মধ্যে অন্য ১০ জন ছিলেন পুরুষ। তবে, গ্রেফতারের পর তারা আর ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবেন না বলে শপথ করার পর তাদের ছেড়ে দেয়া হয়।
হিসবাহের মুখপাত্র লওয়াল ফাগে বিবিসিকে জানিয়েছেন, পুরো রমজান মাস জুড়ে এ অনুসন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। তবে অমুসলিমরা থাকবে এই অভিযানের আওতার বাইরে।