এমন ঘটনা কখনো শুনেছেন, যেখানে আপনি এক দেশে ঘুমালেন কিন্তু ঘুম ভাঙার পর অন্য দেশের নাগরিক হয়ে গেলেন। না কোনো টাইম ট্রাভেল বা রূপকথার গল্প বলছি না। বাস্তবেই এমনটা ঘটে একটি দ্বীপে।
ফিজান্ট দ্বীপ। এটি ফ্রান্স ও স্পেন সীমান্তে অবস্থিত। দ্বীপের বাসিন্দাদের নাগরিকত্ব নিয়ে স্পেন ও ফ্রান্সের মধ্যে হয়েছে একটি চুক্তি। সেই চুক্তি অনুযায়ী, ফিজান্ট দ্বীপের বাসিন্দাদের ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন হয় নাগরিকত্ব। প্রথম ছয় মাস তারা যদি ফ্রান্সের অধীনে থাকেন, তাহলে পরের ছয় মাস তারা স্পেনের নাগরিক!
ফ্রান্স ও স্পেনের উত্তর অংশে একটি নদীর ক্ষুদ্রতম দ্বীপ এই ফিজান্ট। দৈর্ঘ্যে মাত্র ২০০ মিটার এবং প্রস্থে ৪০ মিটার। এই ক্ষুদ্র দ্বীপটিকে নিয়ে একসময় দুই দেশের মধ্যে হয়েছিল তীব্র লড়াই। এরপরেই সমস্যা সমাধানে ১৬৫৯ সালে হয়েছিল একটি চুক্তি। ফ্রান্স ও স্পেনের মধ্যে ওই চুক্তি ‘পাইরেনিস’ চুক্তি হিসেবে খ্যাত।
চুক্তির শর্ত মেনে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপের কন্যার সঙ্গে। এরপর ফিজান্ট দ্বীপের ছয় মাস শাসনের অধিকার ভাগ করে নেয় দুই দেশ। সে অনুযায়ী ফ্রেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দ্বীপের উপর অধিকার থাকে স্পেনের। আর আগস্ট থেকে জানুয়ারি থাকে ফ্রান্সের।
আগে কয়েকজন মানুষ দ্বীপে থাকলেও, এখন দ্বীপটি জনমানবহীন। এমনকি, দুই দেশের টানাপোড়েনের জেরে অনুন্নয়ন সর্বত্র। নেই কোনো পরিবহণ ব্যবস্থা। ফলে, দ্বীপটিতে যাওয়া বেশ চ্যালেঞ্জের। কিন্তু, বছরের একটি নির্দিষ্ট সময়ে পর্যটকদের ভ্রমণের জন্য দ্বীপটি খুলে দেয়া হয়।