চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিদায় না হলে হলে ডাবল ট্রেবল জয়ের আরও কাছে এগিয়ে যেতো ম্যানচেস্টার সিটি। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ সেমিফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে চেলসিকে (চেলসিকে হারিয়ে এফএ কাপ ফাইনালে ম্যানসিটি)।
বার্নার্ডো সিলভার শেষ দিকের গোল গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। টানা দ্বিতীয় শিরোপা জিততে আর একটি বাধা ম্যানসিটির সামনে। রবিবার ম্যানইউ ও দ্বিতীয় স্তরের ক্লাব কভেন্ট্রি সিটির ম্যাচ শেষে তাদের ফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত হবে। শিরোপার লড়াই হবে ২৫ মে।
আরও পড়ুন- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
চেলসি গোলকিপার জোর্জে পেত্রোভিচ সাবেক ব্লু মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার শট ফিরিয়ে দিলেও সিলভা সাইড ফুটে বল জালে জড়ান। ৮৪তম মিনিটে হয় ম্যাচের একমাত্র গোল।
দুই কিপারকেই ব্যস্ত সময় পার করতে হয়েছে। ডি ব্রুইনা, ফিল ফডেন ও জ্যাক গ্রিলিশ সিটিকে এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেন। নিকোলাস জ্যাকসন, কোল পালমার ও ননি মাদুয়েকের প্রচেষ্টা রুখে দেন সিটি কিপার স্টেফান ওর্তেগা (চেলসিকে হারিয়ে এফএ কাপ ফাইনালে ম্যানসিটি)।
সূত্র: বিবিসি