দেশের শহরগুলোকে যারা পরিচ্ছন্ন রাখেন, সেসব সংগ্রামী মানুষদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে নাটক ‘দূষিত এ শহরে’। (পরিচ্ছন্ন কর্মীদের জীবনী নিয়ে নাটক ‘দূষিত এ শহরে’)
কয়েকজন খারাপ মানুষ মিলে শহরের একজন পরিচ্ছন্ন মেয়ে কর্মীকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে বাঁচতে হাউমাউ করে চিৎকার করছে মেয়েটি। তারপরও নিষ্ঠুর মানুষদের নিকৃষ্ট থাবা থেকে রক্ষা পায়নি মেয়েটি। এমন বহু পরিচ্ছন্ন কর্মীদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা উঠে এসেছে এ নাটক।
৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে যেতেই চোখে পড়লো এমন দৃশ্য। নারী কেন্দ্রিক নাটক ‘দূষিত এ শহরে’র প্রধান চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা সাবিলা নূর।
নাটক, ওটিটি ও উপস্থাপনার পাশাপাশি আসন্ন রোজার ঈদ কেমন করে কাটাবেন, সে পরিকল্পনা নিয়ে সাবিলা কথা বলেছেন গণমাধ্যমের সাথে। সঙ্গে জানিয়েছেন, ঈদে কোন কোন নাটকে দেখা যাবে এ অভিনেত্রীকে।
সাবিলা নূর ছাড়াও এ নাটকে আরও অভিনয় করছেন অভিনেতা সিয়াম নাসির ও সুদীপসহ অনেকে। কমেডি চরিত্রের পাশাপাশি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে কেমন লাগে? সে বিষয়টি জানিয়েছেন সিয়াম।
আরও পড়ুন- সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
আহমেদ তাওকীরের চিত্রনাট্যে ‘দূষিত এ শহরে’ শিরোনামের নাটকটি নির্মাণ করছেন অনন্য ইমন।
আসন্ন রোজার ঈদে আর টিভির পর্দায় দেখা যাবে (পরিচ্ছন্ন কর্মীদের জীবনী নিয়ে নাটক ‘দূষিত এ শহরে’) নাটকটি।