ব্যবসার জগতে বেশ নাম কুড়িঁয়েছেন ভারতীয় নারীরা। দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের পাশে নাম লেখিয়েছেন তারা। তাদের সম্পদের পরিমাণ কত সেটিই তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি (ভারতের সবচেয়ে ধনী নারী যে পরিমাণ সম্পদের মালিক)।
এ বছর ভারতে ধনকুবেরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবার ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছে ২০০ ভরতীয়। যা ২০২৩ সালে ১৬৯ জন ছিল। এদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৯৫৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এই সম্পদের পরিমাণ আগের বছরের চেয়ে ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারতের নারী বিলিয়নিয়ার
ভারতের সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল। ৩৫.৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। জিন্দাল গ্রুপের চেয়ারপারসন তিনি। এই কোম্পানি ইস্পাত, বিদ্যুৎ, সিমেন্ট উৎপাদন ও অবকাঠামোর কাজ করে।
ভারতের দ্বিতীয় ধনী নারী হলেন রেখা ঝুনঝুনওয়ালা। তার সম্পদের পরিমাণ ৮.৫ বিলিয়ল মার্কিন ডলার। স্বামীর কাছ থেকে উত্তরাধিকারসূত্রে একটি স্টক পোর্টফোলিও পেয়েছিলেন তিনি। সেখানে বিনিয়গ করেছেন রেখা।
৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক বিনোদ রাই গুপ্ত। বৈদ্যুতিক ও গৃহস্থলি সরঞ্জামের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হ্যাভেলস ইন্ডিয়াতে সাফল্য পেয়েছেন তিনি। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের আলোকসজ্জা, ফ্যান, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনসহ অনেক পণ্য উৎপাদন করে।
আরও পড়ুন-নিজেদের শর্তে অনড় হামাস
দুবাইয়ের একটি বহুজাতিক ভোক্তা সংস্থা রেণুকা জাগতিয়ানি ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারপার্সন ও সিইও রেণুকা জাগতিয়ানি। তার সম্পত্তির পরিমাণ ৪.৫ বিলিয়ন। এই প্রতিষ্ঠান তার স্বামী মিকি জাগতিয়ানি প্রতিষ্ঠিত করেছিলেন। তার প্রতিষ্ঠানে ৫০ হাজার জনের বেশি মানুষ কাজ করেন।
গোদরেজ পরিবারের সম্পদের একটি উল্লেখযোগ্য অংশীদার হলেন স্মিতা কৃষ্ণা-গোদরেজ। ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক তিনি। গোদরেজ গ্রুপকে নিয়ন্ত্রণ করে গোদরেজ পরিবার (ভারতের সবচেয়ে ধনী নারী যে পরিমাণ সম্পদের মালিক)।