আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আলোচনায় পরীমণি। ৫ এপ্রিল দুপুরে স্ট্যাটাস দিয়ে ফেসবুক সরগরম করে দিয়েছেন অভিনেত্রী (হঠাৎ কার উপর চটেছেন পরীমণি?)। মেজাজ হারিয়ে সোশ্যাল হ্যান্ডেলে পরী লেখেন, ‘আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালি গালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন বিদেশ বসে। সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন।’
পরী আরও লেখেন, আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারন আমি সভ্য তাই। আপনার বোন আর আপনার মতো তুই তোকারি গালিগালাজ তো করি নাই।’ এছাড়া আরও কিছু কথা তিনি লিখেছেন।
কিন্তু আবার কি হলো পরীর। আর কেই বা সেই আপা? পরে ফেসবুক ঘেটে দেখা গেল আপা বলতে পরী বুবলীকে বুঝিয়েছেন। মূলত বুবলীর বড় বোন নাজমিন মিমির কথাতে চটেছেন পরী।
আরও পড়ুন-শাকিব ভক্তদের উৎসর্গ করে গান
নাজমিন মিমি এখন থাকেন কানাডায়। তিনি একজন সংগীতশিল্পী। দেশের অনেক সিনেমায় তিনি প্লেব্যাক করেছেন। অনেক জনপ্রিয় গানও রয়েছে তার। দূরে থাকলেও ছোট বোন বুবলীর পাশে মানিসিকভাবে সবসময় আছেন মিমি। ফেসবুকে স্ট্যাটাস বা লাইভে এসে কথা বলে বুবলীর সমর্থন করে আসছেন মিমি।
সেই ধারাবাহিকতায় ২২ মার্চ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন মিমি। লিখেছিলেন, ‘পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি’সহ বেশ কিছু অসামঞ্জস্যপূর্ণ কথা। ঠিক কি কারণে বা কাকে এই কথাগুলো মিমি বলেছিলেন, সেটা স্পষ্ট না। তবে নেটিজেনদের ধারণা, ২১ মার্চ বুবলীর ছেলে বীরের জন্মদিনের একটি ভিডিওকে কেন্দ্র করে বুবলী পরীর যে স্ট্যাটাস যুদ্ধ শুরু হয়েছিল, সেটি নিয়েই একদিন পর অর্থাৎ ২২ মার্চ স্ট্যাটাসটি দেন মিমি (হঠাৎ কার উপর চটেছেন পরীমণি?)।