শুরু হয়েছে শিল্পী সমিতি নির্বাচন ২০২৪-২৬ মেয়াদের ভোট গ্রহণ। ১৯ এপ্রিল সকালে এফডিসিতে শুরু হয় চলচ্চিত্র শিল্পীদের নেতা নির্বাচনের প্রক্রিয়া (ঝামেলা দিয়ে শুরু শিল্পী সমিতির নির্বাচন)।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। যার একটি মিশা-ডিপজল প্যানেল আর অন্যটি মাহমুদ কলি-নিপুণ আক্তার প্যানেল।
তবে নির্বাচনের শুরুটাই হয়েছে ঝামেলা দিয়ে। শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনারের উপর অনাস্থা প্রকাশ করে ব্যালট চেক করেন সভাপতি প্রার্থী মিশা সওদাগর। এসব করতে নির্বাচন শুরু হয় ৯টা ৩০ মিনিটে। যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি নির্বাচন সুষ্ঠু হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন।
আরও পড়ুন- ‘মারকুটে’ স্বভাবের বলেই প্রেম হচ্ছে না মিমির!
নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন অভিনেতা এজাজুল ইসলাম। ভোট দিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ভোটের মাঠে প্রার্থীরা বেশ ভালোভাবেই অবস্থান করছেন। সবাই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
সকালের দিকে ভোটার উপস্থিতি বেশ কম লক্ষ করা গেছে। সবার আশা বেলা বাড়লে ভোটার উপস্থিতি আশানুরুপ হবে (ঝামেলা দিয়ে শুরু শিল্পী সমিতির নির্বাচন)।