সৌদি আরবের শুরা কাউন্সিলে নতুন করে আরও ১৯ নারী যোগ দিয়েছেন। মূলত কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে দেশটির বাদশার জারি করা এক ডিক্রিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে। খবর সৌদি গেজেট
নতুন নীতি অনুযায়ী শুরু কাউন্সিলের ১৫০ আসনের মধ্যে ২০ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। সোমবার (০২ সেপ্টেম্বর) বাদশা সালাম এক রাজকীয় আদেশে আগামী চার বছরের জন্য নতুন শুরা কাউন্সিলের অনুমোদন দেন।
শুরা কাউন্সিলের মুখপাত্র শেখ ড. আব্দুল্লাহ আল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুরা কাউন্সিলে ১৫০ জন সদস্যের মধ্যে ৩০টি আসন নারীদের জন্য রাখা হয়েছে। সে অনুযায়ী প্রথম পর্যায়ে ১৯ জন নারী যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছে- ড. আরওয়া আল রাশিদ, ড. ইশরাক রাফি, ড. আমাল কাতান, ড. আমাল আল-হাজানি, ড. বুশরা আল-হামিদ এবং ড. তাকওয়া ওমর।
২০১৩ সালে শুরা কাউন্সিলে প্রথম ৩০ জন নারীকে নিয়োগ দেয়া হয়। ওই সময়ে বিষয়টি ব্যাপকভাবে আলোড়ন তৈরি করে। মূলত লিঙ্গ বৈষম্য দূর করতে সৌদি বাদশা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।