রাজকুমার সিনেমার নতুন গান প্রকাশ পেয়েছে ২ এপ্রিল সন্ধ্যা ৭টায়। গানটি পেয়ে শাকিব ভক্তরা বেজায় খুশি(শাকিবের বরবাদ গানে ভক্তদের উচ্ছ্বাস)। নতুন বেশ কিছু দৃশ্য ও শাকিব খানের লুকে বিস্মিত হয়েছেন ভক্ত দর্শকরা।
বরবাদ গানটিতে শাকিবকে বেশ কিছু অনুভূতিতে পাওয়া গেছে। তাকে দেখা গেছে পাবনা থেকে আমেরিকা যাত্রায়। আর আমেরিকাতে তার সঙ্গী হিসেবে দেখা গেছে কোর্টনি কফিকে।
পাবনায় সুবিশাল সরিষার খেত, পাকশি রেলওয়ে স্টেশনে দেখা মিলেছে শাকিবের। তখন তার মুখে ছিল উচ্ছ্বাস, চোখে ছিল স্বপ্ন। বিভিন্ন দৃশ্য দেখে অনুমান করা গেছে কোর্টনি কফিকে বাংলাদেশে নিয়ে আসার স্বপ্ন দেখেন শাকিব।
এরপরই শাকিব খানকে দেখা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে কোর্টনি কফির সঙ্গে বেশ খোশ মেজাজে রয়েছেন বলেই মনে হয়েছে শাকিব খানকে। পাশাপাছি ছিল বিষাদও।
আরও পড়ুন-মুক্তির আগেই ‘রাজকুমার’-এর টিকিট চাহিদার শীর্ষে!
প্রিয়তমা সিনেমার তুমুল জনপ্রিয় ঈশ্বর গানের সুরকার প্রিন্স মাহমুদ বরবাদ গানের সুর করেছেন, কথাও লিখেছেন। গানটি গেয়েছেন, আলিফ নামের নবীন কণ্ঠশিল্পী। গানটি নিয়ে এখন পর্যন্ত দর্শক-শ্রোতাদের ভালো মন্তব্য করতেই দেখা গেছে। ৬ ঘন্টায় প্রায় ৭লাখ ৭৫ হাজার বার দেথা ও শোনা হয়েছে গানটি। (শাকিবের বরবাদ গানে ভক্তদের উচ্ছ্বাস)