ঈদকে কেন্দ্র করে নির্মাতারা ব্যস্ত হয়ে পড়েন সিনেমা মুক্তির প্রক্রিয়ায়। এবারো তার ব্যতিক্রম হচ্ছেনা। ঈদ আসতে এখনো অনেক দিন বাকি। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় প্রায় ১০ টির মতো সিনেমা (মুক্তির আগেই ‘রাজকুমার’-এর টিকিট চাহিদার শীর্ষে!)। তবে ঈদে বরাবরই দর্শক চাহিদার শীর্ষে থাকে সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও থাকছে শাকিব খান অভিনীত সিনেমা। নাম ‘রাজকুমার’।
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার টিকেট বিক্রি কবে থেকে শুরু হবে জানতে কিছু হল মালিকদের সাথে আলাপ করে জানাগেছে, মুক্তির ১০ দিন আগেই শাকিবের ‘রাজকুমার’ ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যা রীতিমত অবাক করার মতোই বলা চলে।
বিশেষ করে ঢাকার বাইরের বিভিন্ন হলে ‘রাজকুমার’ এর অগ্রিম টিকিট কিনতে দর্শকদের ব্যাপক চাহিদা রয়েছে। ঈদের দিনসহ প্রথম ৭দিনের টিকিট বিক্রি শুরু করেছে বলে জানান হল মালিকরা। প্রথমদিনেই রেসপন্স ভালো। সরাসরি এসে প্রথমদিনে অনেকেই টিকেট নিয়েছেন। অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনেও ‘রাজকুমার’র বুকিং হচ্ছে।
আরশাদ আদনানের প্রযোজনায় ‘রাজকুমার’ পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তিন দিন আগে ছবির একটি রোমান্টিক গান প্রকাশ করা হয়। গানটিও শ্রোতাদর্শকদের মাঝে দারুন সাড়া ফেলেছে।
আরও পড়ুন- তিন নায়কের মায়ায় জড়ালেন বুবলি!
পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আরও আছেন এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ, আনোয়ার, আহমেদ শরীফসহ অনেকেই।
জানাগেছে, ঈদে বাংলাদেশের পাশাপাশি ‘রাজকুমার’ মুক্তি দেয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডাসহ বিভিন্ন দেশে। (মুক্তির আগেই ‘রাজকুমার’-এর টিকিট চাহিদার শীর্ষে!)