গত ২১ ফেব্রুয়ারি দক্ষিণ গোয়ার একটি হোটেলে বিয়ে করেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভাগনানি। পঞ্জাবি রীতি মেনেই বিয়ে সারেন তাঁরা।
দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেক তারকা। বিয়ের এক মাস পর নতুন জীবন নিয়ে কথা বলেছেন রাকুল। জানিয়েছেন, বিয়ের পর তাঁর জীবন কতটা বদলেছে।
বিয়ের পর থেকেই চর্চায় রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। বলিউডের এই নতুন দম্পতির বিয়ের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
এবার বিবাহ-পরবর্তী জীবন প্রসঙ্গে কথা বললেন রাকুল। সম্প্রতি টাইম অব ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন রাকুল। সেখানেই কথা বলেন নতুন জীবন নিয়ে।
আরও পড়ুন-
যশের বিপরীতে দক্ষিণী ছবিতে পা রাখছেন কারিনা?
পর্দায় শাকিব খানের মা হচ্ছেন মাহিয়া মাহি?
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
বিয়ের পর জীবন কতটা বদলেছে? এ প্রশ্নের উত্তরে রাকুল বলেন, ‘তিন বছর আগে আমরা যখন প্রেম করতে শুরু করি, তখন এ প্রসঙ্গে আমাদের কথা হয়েছিল। আমরা দুজনেই এখন খুশি। আর কোনো শূন্যস্থান ভরাট করার তাগিদ নেই।’
বিষয়টি আরও ব্যাখ্যা করে রাকুল বলেন, ‘এখন আর ওর খোঁজ নেওয়ার জন্য আমাকে দিনে ১৫ বার ফোন করতে হয় না। আমরা যখন একসঙ্গে থাকি, তখন পেশাগত কাজ দূরে রাখি।’
জ্যাকির সবচেয়ে কাছের বন্ধু হিসেবে নিজেকে উল্লেখ করেছেন রাকুল। তাঁর কথায়, ‘এমন কোনো বিষয় নেই, যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারব না।’